1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
December 5, 2023, 8:12 am
Title :
সাতক্ষীরা-১ আসনে নৌকার মাঝি স্বপনের সাথে কলারোয়ায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের মতবিনিময় দেবহাটায় দুর্ধর্ষ চুরি মামলার আসামি বাচা আলিম গ্রেপ্তার দেবহাটায় হাঁস-মুরগি ও ছাগলের ঘর নির্মাণ প্রকল্পের ১৬ লাখ টাকা অফিসারদের পকেটে খুলনা বেতারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কালিগঞ্জে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ কালিগঞ্জে আচারণ বিধি প্রচারে মোবাইল কোর্ট পরিচালনা করলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কলারোয়ার প্রয়াত চেয়ারম্যান হোসেন আলীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় শান্তি সমাবেশ সিলেটে দ্বিতীয় স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করলো চীনা দূতাবাস জলবায়ু ঝুঁকিপূর্ণ দুস্থ পরিবারে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংক ও ফিল্টার বিতরণ

সাতক্ষীরা সদরের ফিংড়িতে বৃদ্ধের পৈত্রিক সম্পত্তি অবৈধ দখল চেষ্টার অভিযোগ

  • আপডেট সময় Sunday, July 11, 2021

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা সদরের দক্ষিণ ফিংড়িতে এক বৃদ্ধের পৈত্রিক সম্পত্তি অবৈধ দখল চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশি তারক দাসের বিরুদ্ধে। অসহায় ওই বৃদ্ধ ফিংড়ি ইউনিয়নের গাভা গ্রামের মৃত সুরমান আলীর ছেলে সরোয়ার আজাদ।

সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নে গাভা মৌজায় ৯০২ নং খতিয়ানে জেএল নং ১০৮(রে সা নং-২৬) ১৬৫৬ দাগে সরোয়ার হোসেনের ৩৪ শতক বসত ভিটা রয়েছে। সরোয়ার আজাদ ভূমি অফিসে ২০২৬ সাল পর্যন্ত ওই জমির খাজনা পরিশোধ করেছেন।

সরোয়ার আজাদের জমির পশ্চিম-উত্তর পাশে দক্ষিণ গাভা সার্বজনীন শ্রী শ্রী কালী ও শ্রী শ্রী বাসন্তী দূর্গা মন্দির নির্মান করায় সরোয়ার আজাদ স্বেচ্ছায় মন্দিরের ভক্তদের সুবিধার্তে মন্দিরের জন্য প্রায় দুই শতক জমি ছেড়ে দিয়ে রেখেছেন।

কিন্তু সরোয়ার আজাদের জমির পশ্চিম-দক্ষিণ পাশে বসবাসকারী প্রতিবেশী মৃত চন্দ্রি চন্দ্র দাসের ছেলে তারক চন্দ্র দাস পরিকল্পিত ভাবে তার তিন শতক জমি অবৈধ দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে।

জমি দখল চেষ্টায় তারক চন্দ্র দাস বাশের চটা দিয়ে ঝাড়ন বানিয়ে সরোয়ার আজাদের জমির উপরে ঝাড়ন পেতে রেখেছে।

এব্যাপারে সরোয়ার আজাদ জানান, গাভা মৌজায় ৯০২ নং খতিয়ানে জেএল নং ১০৮(রে সা নং-২৬) ১৬৫৫ দাগে ৫৭ শতক এবং ১৬৫৬ দাগে ৩৪ শতক জমি রয়েছে। বাবা-চাচাদের নামে রেকড হওয়ার পরে কবলা বুনিয়াদে তিনি ৪০/৫০ বছরের পৈত্রিক সম্পত্তি ভোগ দখল করছেন। এবং ব্যাংদহা তহশিল অফিস থেকে স্বনামে মিউট্রিশন করে রেকর্ড করে নেন। সেখান থেকে আমার দখলে ৯১ শতক বতস ভিটা।

তিনি আরো জানান, বৃহত্তস্বার্থে দক্ষিণ গাভা সার্বজনীন শ্রী শ্রী কালী ও শ্রী শ্রী বাসন্তী দূর্গা মন্দিরের জন্য আমি স্বেচ্ছায় দুই/তিন শতক জমি ছেড়ে দিয়ে রেখেছি। কিন্তু সম্প্রতি আমার পাশে বসবাসকারী তারক দাস আমার তিন শতক জমির উপরে ঝাড়ন বসিয়ে অবৈধ দখলের চেষ্টা চালাচ্ছে। আমার জমি অবৈধ দখল মুক্ত করতে আমি যথাযথ কতৃপক্ষের কাছে প্রতিকার চাই।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews