স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে বাজার সংলগ্ন মাদ্রাসা মোড়ে প্রায় একযুগ ধরে পাকা বিল্ডিং এর সানসেড ভেঙে ঘর তৈরি করার অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে ফিংড়ি গ্রামের মৃত খান রুহুল আমিনের পুত্র গ্রাম্য ডাক্তার আনিসুর রহমান খান বাদী হয়ে, ফয়জুল্লা পুর গ্রামের মৃত্যু কিয়ামতের সরদারের পুত্র আব্দুর রহিম সরদারের নামে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ফিংড়ি বাজারের গ্রাম্য ডাক্তার আনিসুর রহমানের রেনু ফার্মেসী সহ চেম্বার করে দীর্ঘদিন ধরে সাধারণ রোগীদের সু-চিকিৎসা দিয়ে আসছিলেন। কয়েক মাস আগে তার চেম্বারের বিল্ডিং এর পেছনে ফয়জুল্লাপুর গ্রামের কেয়ামুদ্দীন সরদারের পুত্র আব্দুর রহিম ব্যাপারী একখন্ড জমি ক্রয় করেন। গত ১৪ ই জুলাই ২০২২ ইং তারিখে অভিযুক্ত আব্দুর রহিম ভাড়াটিয়া কিছু লোকজন নিয়ে, ডাক্তার আনিসুর রহমানের দোকানের সানসেড ভাঙচুর করে জোরপূর্বক ঘর তৈরি করার জন্য পিলিয়ার স্থাপন করেন। ডাক্তার আনিসুর রহমান বাধা প্রদান করলে, আব্দুর রহিমের লোকজনসহ তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি ও মারধর করতে উদ্যত হয়।
এ বিষয়ে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায় বিচারের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার আসুহস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ডাক্তার আনিসুর রহমান।