স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার বিকাল ৪টায় বৈকারী ইউনিয়ন পরিষদে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কওছার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্নসম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাফিজুর রহমান নাসিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য বৈকারী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অছলে, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক মহাশিন কবীর পিন্টু, সদস্য ইশারুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন বৈকারী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম, আলী হোসেন, যুগ্নসম্পাদক শাহিন হোসেন প্রমুখ।
বর্ধিত সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামান অছলে, মহাশিন কবীর পিন্টু, আমিনুর রহমান, কওছার আলী, ইশারুল ইসলাম ও মোস্তফা আলী আবেদন জমা দেন। পরে এক জন প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
বর্ধিত সভায় বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে, চেয়ারম্যান পদে, দল যাকে নৌকা প্রতিকে মনোনয়ন দিবে তাকেই বিপুল ভোটে বিজয়ী করতে হবে।