নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবারের নির্বাচনে ১৩টি ইউনিয়নের ১২৬ টি কেন্দ্রে ২লাখ ৬৬ হাজার ৬৫৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌছানোর পর ভোট শুরু হয়। নির্বাচনে ১৩টি ইউনিয়নে ৬৪জন চেয়ারম্যান, ৪৯১জন মেন্বর ও ১৬০ জন সংরক্ষিত পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্র প্রতি একজন এসআই এর নেতৃত্বে ৫জন পুলিশ, ১৭জন আনছার দায়িত্ব পালন করছেন।
এছাড়াও নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পুলিশ র্যাব ও বিজিবি টহল অব্যহত রেখেছেন বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর।