নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা পরিষদে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ডিজিটাল কর্নারে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার মধ্যদিয়ে এ জন্মদিন পালিত হয়েছে।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।
অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইয়ারুল হক, উপজেলা প্রকৌশলী শফিউল আযমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।