নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১১ নভেম্বর) বিকালে শহরের পরিবহন কাউন্টারের সামনে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আবুল হাসান হাদীর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রভাষক আতাউর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তালা উপজেলা বিএনপির সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম প্রমুখ ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, পৌর বিএনপির আহবায়ক শেখ মাসুম বিল্লাহ শাহিন, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মোঃ আহসানুল কাদির স্বপন, সাবেক সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, সাবেক সংগঠনিক সম্পাদক আবু রায়হান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুর আলম বাপি প্রমুখ। এসময় জাতীয়তাবাদী বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।