স্টাফ রিপোর্টার : সাতক্ষীরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাই মালামাল সহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ।
আটককৃতরা হলেন, শহরের পুরাতন সাতক্ষীরার রিজাউল ইসলামের ছেলে রাকিবুল হাসান (২১), সদর উপজেলার নবাদকাঠি এলাকার মৃত আবুল মহাশিন এর ছেলে মিনার হোসেন, দেবহাটার পুস্পকাটি এলাকার আলম সরদারের ছেলে মাসুদ রানা।
শনিবার ২৯ জানুয়ারি রাতে নিয়মিত অভিযান পরিচালনা কালে সাতক্ষীরার দেবহাটা, পাটকেলঘাটা ও শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ চোরাই মালামাল।
এঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গোলাম কবির জানান, নিয়মিত অভিযান কালে থানার সেকেন্ড অফিসার এসআই মঞ্জরুল হাসান, এসআই মেহেদি হাসান, এএসআই জিয়া ও এএসআই আনোয়ার সহ ফোর্সের সহায়তায় ৩ জন কে আটক করেছে। আটককৃতদের স্বীকারোক্তিতে বিভিন্ন সময়ে চুরিকরা বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে। আটককৃত আসামিদের নিয়মকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।