আব্দুর রহমান: ‘শেখ রাসেল দিপ্ত জয়োল্লাস-অদম্য আত্মবিশ্বাস স্লোগানে শেখ রাসেল দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার শুরুতে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
আলোচনা সভায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক আবু সাঈদ, আনিছুর রহমান, রবিউল ইসলাম, শেখ তাজুর রহমান, হারাধান কুমার, ফাতেমা নাসরিন, মামুন অর রশীদ, মো. হাবিবুল্লাহ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রবিউল ইসলাম তুহিন।##
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল দিবস পালিত
‘শেখ রাসেল দিপ্ত জয়োল্লাস-অদম্য আত্মবিশ্বাস স্লোগানে শেখ রাসেল দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার শুরুতে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
আলোচনা সভায় প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক মো. আবুল হাসান, মো. ইয়াহিয়া ইকবাল, খান মকছুদুর রহমান, গাজী মোমিন উদ্দীন, মো. শাহাদাৎ হোসেন প্রমুখ। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ শেখ রাসেলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।##
সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে শেখ রাসেল দিবস পালিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার শুরুতে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন অধ্যক্ষ প্রকৌশলী মো. আবদুল কুদ্দুস সরদারসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভায় অধ্যক্ষ প্রকৌশলী মো. আবদুল কুদ্দুস সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মহানন্দ মজুমদার, চীফ ইন্সট্রাক্টর এম.এম নজমুল হক, ইলেকট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী অলোক সরকার, এনভায়রনমেন্টাল বিভাগের বিভাগীয় প্রধান বিপ্লব কুমার দাস, আর.এসি বিভাগীয় প্রধান মো. এনামুল হাসান প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন টুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের বিভাগীয় প্রধান ছিদ্দিক আলী। উল্লেখ্য, শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে জেলা পর্যায়ের পাওয়ার পয়েন্ট পেজেন্টেশন প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকার করে।##