স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা শহরের সুলতানপুর কাঁচা বাজারে চলাচলের রাস্তার বেহাল দশা। চরম ভোগান্তীতে ক্রেতা-বিক্রেতারা। বর্ষার পানিতে প্রায় হাঁটু সমান কাদা ও বড় বড় গর্তে পড়ে কাঁচা বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের সীমাহীন ভোগান্তিতে লেজে গোবরে অবস্থা। দেখে বোঝার উপায় নেই এটা কাঁচা বাজারের রাস্তা নাকি ধান খেতের কর্দমাক্ত জমি।
প্রতিদিন ১০/১২ জন কাঁচা বাজারে ঢুকতে গিয়ে পড়ে গিয়ে কাদা মাটি মেখে বাড়ি ফিরছে। অনেকে রাগ করে আর সুলতানপুর কাঁচা বাজারে আসা বন্ধ করে দিয়েছে। এতে করে ক্ষতির সম্মুখিন হচ্ছে ব্যবসায়ীরা। সাতক্ষীরা পৌরসভা শুধু মাত্র কাঁচা বাজার থেকে দরপত্রের মাধ্যমে চলতি বছর পেয়েছে ২৪ লক্ষ টাকা।
প্রায় ৬ মাস অতিবাহিত হলেও আজ অবধি সুলতানপুর কাঁচা বাজারের উন্নয়নে একটি টাকাও খরচ করেনি সাতক্ষীরা পৌরসভা। সোমবার (২১ জুন) সকালে সুলতানপুর কাঁচা বাজারে গিয়ে দেখা যায়, ক্রেতা ও বিক্রেতারা অথই কাদা ও গর্তে ভরা রাস্তার মধ্যে চলাচলের অসুবিধার কথা জানান এ প্রতিনিধিকে।
এসময় কাঁচা বাজারের ব্যবসায়ী কবির হোসেন, লিয়াকত, মোন্তেজ ও বাবু বলেন, আমরা বাজারের চলাচলের রাস্তার বেহাল দশার কথা শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবুকে জানিয়েছি।
তিনি বলেছেন, তিনি পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি ও এই ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের সাথে অনেক আগেই কাঁচা বাজারের রাস্তাসহ সার্বিক উন্নয়নে কথা বলেছেন।
সুলতানপুর দিয়ে কাঁচা বাজারে প্রবেশের রাস্তা ও বকুলতলা মোড় হয়ে কাঁচা বাজারে প্রবেশের রাস্তা দু’টি সংস্কার করবেন বলে আমাকে আশ^স্থ্য করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত সাতক্ষীরা পৌরসভা রাস্তা সংস্কারে কোন পদক্ষেপ নেয়নি।