স্টাফ রিপোর্টার : সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার) এর বিরুদ্ধে কথিত নেতা প্রতারক বাদশা মিয়া কর্তৃক ফেইসবুকে মিথ্যা ও ভুয়া তথ্য উপস্থাপনের তীব্র নিন্দা ও প্রতিবাদে সাতক্ষীরায় ব্যবসায়ীদের সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার মৎস্য ব্যবসায়ী সমিতি ও সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে শনিবার বেলা সাড়ে ১১টায় বড় বাজার ব্রীজ সড়কে উক্ত সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বড় বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ স ম আব্দুর রউফের সভাপতিত্বে সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু, ব্যবসায়ী রাশেদুজ্জামান রাশি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বড় বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলিম মোড়ল, সহ-সভাপতি আমিনুর রহমান, অথৃ সম্পাদক শাহ আলম, শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি রওশন আলী, সাবেক সভাপতি কাজী কবিরুর ইসলাম, যুগ্মসম্পাদক রজব আলী, ব্যবসায়ীগোলাম মোস্তফা খোকন, মৎস্য শ্রমিক ইউনিয়নের সভাপতি সিহাব উদ্দীন, সাধারণ সম্পাদক বাবলু, মনিরুল ইসলাম, আব্দুল গফ্ফার, সিরাজ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন অন্য যে কোন সময়ের চেয়ে বর্তমানে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারের সকল ব্যবসায়ীরা সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত ভাবে শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা পরিচালনা করে জীবীকা নির্বাহ করছে।
সাতক্ষীরার বর্তমান সুযোগ্য পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান ((পিপিএম বার) সাতক্ষীরায় এসপি হিসেবে যোগদানের পর থেকে বাড় বাজারের ব্যবসায়ীরা সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত ভাবে ব্যবসা পরিচালনা সম্ভব হচ্ছে। এমন সৎ ও চৌকশ পুলিশ অফিসারের বিরুদ্ধে কথিত নেতা প্রতারক বাদশা মিয়া কর্তৃক ফেইসবুকে মিথ্যা ও ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টি করায় আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় বক্তারা আরো বলেন, কথিত নেতা বাদশা মিয়র প্রতারনা আলোচিত প্রতারক সাহেদ করিম কেও হার মানিয়ে দেয়। অবিলম্বে আমারা প্রতারক বাদশাকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি জানাই।
উল্লেখ, শনিবার (১ মে) ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক এলাকার জৈনক শফিকুল ইসলামের মুদি দোকানের পাশ থেকে বাদশা মিয়াকে আটক করে পুলিশ। এসময় তার দেওয়ার তথ্যের ভিত্তিতে দোকানের ভিতর থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়। আটক বাদশা মিয়া সাতক্ষীরা পলাশপোল এলাকার হাতুড়ে ডাক্তার নূর ইসলামের ছেলে।