সামাজিক সংগঠন “ সাতক্ষীরা হেল্পলাইন ফাউন্ডেশন” এর উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১০ আগষ্ট বেলা ১১টায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিষদের সামনে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক বিতরণ করা হয়।

জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা হেল্পলাইন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা: সুব্রত ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার, সাতক্ষীরা জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ, সিনিয়র সহ-সভাপতি মিলন রায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ দিদারুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের

ছাত্রলীগের সহ সভাপতি মোঃ কামাল হোসেন, সাতক্ষীরা হেল্পলাইন ফাউন্ডেশন’ এর আহ্বায়ক রাজীব কুমার ঘোষ, সদস্য সচিব আহসানুল হক রাব্বী, সদস্য শমীক মোড়ল, শেখ ইমরান হোসেন, রায়হানুল ফেরদৌস, স্বচ্ছ কুমার ঘোষ, সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের মাঈনুল আমিন মিঠু, যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব রনজিত ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠনের আহ্বায়ক রাজীব কুমার ঘোষ জানান, সাতক্ষীরা বাসীর সংকটকালীন সময় পাশে থাকার প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ সমাজসেবা মূলক সংগঠন সাতক্ষীরা হেল্পলাইন ফাউন্ডেশন। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের পাশে থাকার।(প্রেস বিজ্ঞপ্তি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *