সাতক্ষীরায় করোনা রোগীদের ফ্রী সেবায় নিয়োজিত “সাতক্ষীরা-৯৩” এসএস সি ব্যাচের সেবা কার্যক্রমে মুগ্ধ হয়ে করোনা আক্রান্তদের সহযোগিতার জন্য বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে ৫ টি অক্সিজেন সিলিন্ডার ও সারঞ্জম প্রদান করা হয়।

১৪ জুলাই বিকাল ৪.৪৫ মিঃ জমঈয়তে আহলে হাদিস সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় আহলে হাদিস মসজিদে মস্কো গ্রুপ এর চেয়ারম্যান এম এ সবুরের সহযোগিতায় প্রাপ্ত অক্সিজেন সিলিন্ডার ও সারঞ্জম হস্তান্তর করেন জমঈয়তে আহলে হাদিস সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ওবায়দুল্লাহ গজনফর, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, সদস্য অধ্যাপক মোঃ হাবিবুল্লাহ, জমঈয়তে শুব্বান আহলে হাদিস সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বিন আবুল বাসার।

সাতক্ষীরা-৯৩ এর পক্ষে উপস্থিত থেকে উক্ত সারঞ্জম গুলো গ্রহণ করেন দৈনিক শেয়ার বিজ এর জেলা প্রতিনিধি সৈয়দ মহিউদ্দীন হাশেমী তপু ও এস এম মনির। সবশেষে অতিমারি করোনায় আক্রান্ত রোগীদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। সাতক্ষীরা-৯৩ এর সেবা কাজের সহযোগিতায় অংশ গ্রহণ করার জন্য সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছেন সংগঠনের সকল সদস্য। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *