সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানকে জীবননাশের হুমকি দেয়ায় অনলাইন নিউজ পোর্টল ‌‍‍‌’সাতক্ষীরা টাইমস টোয়েন্টিফোর ডটকম’ পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

হুমকিদাতাদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ‘সাতক্ষীরা টাইমস টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদক মন্ডলির সভাপতি কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেন, সম্পাদক ও প্রকাশক আলতাফ হোসেন বাবু, ব্যবস্থাপনা সম্পাদক আনিছুর রহমান আনিছ, স্টাফ রিপোর্টার শেখ আরিফুল ইসলাম আশা, নাহিদ হাসান লিটু, ওমর ফারুক, মামুন উর রশিদ, উত্তম কুমার, নাজমুল বিশ্বাস সুজন সহ পত্রিকায় কর্মরত সকল সাংবাদিক বৃৃন্দ।

উল্লেখ্য, গত ০৯ আগস্ট ২০২১ তারিখ সোমবার বিকাল ০৩:০৯ ঘটিকার সময়ে একটি প্রাইভেট নম্বর থেকে দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানকে জীবননাশের হুমকি দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *