অনলাইন ডেস্ক : মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে লিগপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ১২ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। লাল-সবুজরা অপরাজিত থেকে পা রেখেছে ফাইনালে। সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে পাঁচ দলের আসরের শিরোপার মঞ্চে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
রোববার দিনের প্রথম ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকেট কেটেছে ভারতের মেয়েরাও। ৯ পয়েন্ট নিয়ে তারা টেবিলের দুইয়ে। ২২ ডিসেম্বর শিরোপার জন্য লড়বে বাংলাদেশ ও ভারত।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১২-০ গোলে বিপর্যস্ত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ মেয়েরা। হ্যাটট্রিক করেছেন আফিদা খন্দকার প্রান্তি ও শাহেদা আক্তার রিপা। জোড়া গোল ঋতুপর্না চাকমা ও আনুচিং মোগিনীর। বাকি গোল দুটি আঁখি খাতুন ও উন্নতি খাতুনের।
শ্রীলঙ্কার সাথে রীতিমতো মেয়েখেলায় মেতেছিলেন রিপা-মোগিনীরা। এই জয়ে টেবিলের শীর্ষে স্বাগতিকদের পয়েন্ট ১০। লিগপর্বে তহুরা-কৃষ্ণারা কোনো ম্যাচে হারেননি।
প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র, পরের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ভুটানকে ৬-০তে গুঁড়িয়ে দেয় লাল-সবুজরা। ভারতের বিপক্ষে জয় এসেছিল একমাত্র গোলে।
আসরে শুরুর ম্যাচে জয়হীন থাকা বাংলাদেশ টানা তিন ম্যাচে পূর্ণ পয়েন্ট তুলল। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা বাংলাদেশ দ্বিতীয় মিনিটেই প্রথম গোলের দেখা পায়। শাহেদা আক্তার রিপার শট ক্রসবারে লেগে ফেরত আসলে আনুচিং মোগিনীর পাল্টা শটে লিড পায় স্বাগতিকরা।
সেই গোলের রেশ কাটতে না কাটতেই সপ্তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্না চাকমা। ১৬তম মিনিটে দুর্দান্ত গোল স্কোরশিটে নাম লেখান রিপা। ম্যাচের ৪১ মিনিট পর্যন্ত বাংলাদেশ বেশকিছু সুযোগ তৈরি করলেও জালে বল জড়াতে পারেনি।
ম্যাচের ৪২ মিনিটে মাঝ মাঠ থেকে আফিদার বাড়ানো বলে দুর্দান্ত চিপে নিজের দ্বিতীয় গোল আনেন ঋতুপর্না চাকমা।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ হয়ে ওঠে আরও অপ্রতিরোধ্য। মাঠে ফিরে প্রথম মিনিটেই গোলের সুযোগ পায়। ঋতুপর্নার শট লক্ষে থাকেনি। ৪৮তম মিনিটে মাঝমাঠ থেকে আঁখির দুর্দান্ত শট ফেরাতে ব্যর্থ হন শ্রীলঙ্কার গোলরক্ষক বান্দারা।
পরের মিনিটে প্রায় একই জায়গা থেকে আঁখির বাড়ানো বলে নিজের দ্বিতীয় গোল করেন রিপা। ৫৪তম মিনিটে প্রায় ৪০ গজ দূর থেকে দূরপাল্লার শটে গোল করেন আফিদা।
ম্যাচের ৭০ মিনিটে অনেকটা একই জায়গা থেকে নিজের দ্বিতীয় গোল তুলে নেন সেন্টার ব্যাক আফিদা। ৭৭ মিনিটে স্কোরশিটে ফের নাম লেখান আনুচিং মোগিনী। ৮৩ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন আফিদা।
পরের মিনিটেই দলের ১১তম গোলটি করে স্কোরশিটে নাম লেখান উন্নতি খাতুন। ৮৭তম মিনিটে হ্যাটট্রিকের পাশাপাশি দলের ডজন গোল পূর্ণ করেন রিপা। উড়ন্ত জয়ে মাঠ ছাড়ে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।