ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে অনুষ্ঠিত সাফ অ-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২১ এর জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ঘোষিত স্কোয়ােেড একজন জন ডিফেন্ডার হিসেবে সাতক্ষীরার কৃতি সন্তান আফঈদা খন্দকার প্রান্তি স্থান পেয়েছেন।

২৩ সদস্যের স্কোয়াডের মধ্যে গোলকিপার হিসেবে আছে ৩ জন, ডিফেন্ডার ৮ জন, মিডফিল্ডার ৬ জন এবং ফরওয়াড আছে ৬ জন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৩ সদস্যের অ-১৯ নারী ফুটবল দলের এই স্কোয়াড ঘোষণা করা হয়।

আগামী ১১-২২ ডিসেম্বর পর্যন্ত বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অ-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২১ এর খেলাগুলো অনুষ্ঠিত হবে। এবারের আসরে বাংলাদেশসহ মোট ৫ টি দল অংশগ্রহণ করছে। বাকীগুলো হল, ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা অ-১৯ নারী ফুটবল দল।

সাতক্ষীরা সুলতানপুরের এই কৃতি সন্তান আফঈদা খন্দকার প্রান্তি জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও জেলা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মমতাজ খাতুন মিরা দম্পতির ছোট মেয়ে। তাদের বড় মেয়ে আফরা খন্দকার প্রাপ্তি সদ্য সমাপ্ত ৬ষ্ট সিনিয়র বক্সিং চ্যাম্পিয়নশীপে রৌপ্য পদক অর্জন করেছেন। তারা সাতক্ষীরা তথা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *