কলারোয়া মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, সাতক্ষীরা জেলা আ’লীগের সহ সভাপতি রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা বি,এম নজরুল ইসলামের জীবনাবসান হয়েছে।
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কলারোয়ার রাজনৈতিক অঙ্গনের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটলো! বৃহস্পতিবার(৭ এপ্রিল) বেলা ১২ টার দিকে ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বি,এম নজরুল ইসলাম( নজরুল সাহেব) ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন( ইন্না….রাজেউন)।
শুক্রবার (৮ এপ্রিল) সকাল ৮ টায় জি,কে,এম,কে সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিকভাবে জানা যায়।
এদিকে, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সাংসদ বিএম নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন।