দীপক শেঠ, কলারোয়া : সারাদেশ ব্যাপি পূজা মন্ডপে হামলাসহ সাম্প্রদায়িক
সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় পাবলিক ইনস্টিটিউট কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সম্প্রতি পূজা মন্ডপে হামলা, ভাংচুর, বাসগৃহে অগ্নিসংযোগ, লুটপাট, নারী-শিশু নির্যাতন, ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের প্রতিবাদে সমাবেশ ও মানব বন্ধন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় পাবলিক ইনস্টিটিউটের সভাপতি ও প্রস্তুতি কমিটির আহবায়ক শেখ সহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন ও উপস্থিত ছিলেন প্রতিবাদ সমাবেশ প্রস্ততি কমিটির যুগ্ম আহবায়ক প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সদস্য সচিব এ্যাড: শেখ কামাল রেজা, প্রস্তুতি কমিটির সদস্য ও কপাই সাবেক সভাপিত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সদস্য সন্তোষ কুমার পাল, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, অধ্যাপক তপন কুমার মন্ডল, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, শহিদুল ইসলাম, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, মিজানুর রহমান, নিয়াজ খানসহ সদস্যবৃন্দ।
প্রতিবাদ সমাবেশ প্রস্তুতি কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৬ আক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মোড়ে মানব বন্ধন শেষে শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানা যায়।