রাঙ্গুনিয়া(চট্টগ্রাম), ১৭ চৈত্র (৩১ মার্চ) : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আজকে রাঙ্গুনিয়া বদলে গেছে। এ বদলে যাওয়ার কথা চায়ের দোকানে, পুকুর ঘাটে, মাঠে সবাইকে বলতে হবে। আজকে রাঙ্গুনিয়ার কোথাও রাস্তা ভাঙ্গা নেই। রাস্তায় আরসিসি ঢালাই দুপাশে ব্লক বসানোসহ ইতোমধ্যে অনেকগুলো উন্নয়মূলক কাজ করা হয়েছে।
এ উন্নয়ন সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের মধ্যেদিয়ে। এ উন্নতির ভাগীদার ইউনিট কমিটির নেতারাও। যেহারে মানুষ পাকা ঘরবাড়ি তৈরি করছে, তাতে বুঝা যায় মানুষের আয় অনেক হারে বৃদ্ধি পেয়েছে। সারাদেশের উন্নয়নের সাথে রাঙ্গুনিয়াও অনেক এগিয়ে গেছে। সাধারণ মানুষের কাছে এ উন্নয়নের গল্প বললে তারা নৌকায় ভোট দেবে।
আজ রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের এম শাহ্ আলম চৌধুরী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ (উত্তর) তৃণমূলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশ্তি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার বক্তৃতা করেন। এছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, চারটি ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিট আওয়ামী লীগ, ওয়ার্ড ও মহল্লা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, করোনার সময়ও আমাদের সরকার দেশের উন্নয়ন অব্যাহত রেখেছি। কিন্তু সেসময়ে বিরোধীদলের কোন নেতাকর্মী সাহায্যর হাত বাড়ায়নি। আজকে তারা ভোট চাইতে আসলে তাদের মাফ চাইতে বলবেন। তারা দেশের উন্নয়নের আশা দিয়ে কোন আশা পূরণ করেনি।
এসময় তিনি আরো বলেন, যারা দলের নাম ভাঙ্গিয়ে কাজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কাউকে দলের ক্ষতি হয় বা দেশের ক্ষতি হয় এধরনের কাজ করতে দেয়া যাবে না।