1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
October 1, 2023, 11:40 pm

সারাদেশের ন্যায় কলারোয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা-২২’ স্থগিত ঘোষনা

  • আপডেট সময় Friday, June 17, 2022

দীপক শেঠ, কলারোয়া : সারাদেশের ন্যায় কলারোয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা-২২’ স্থগিত ঘোষনা করা হয়েছে। সিলেট সহ অন্যত্র বন্যা পরিস্থিতি অবনতির কারনে আগামী ১৯ জুন অনুষ্ঠিতব্য এস,এস,সি ও সমমান পরীক্ষা ২২’র সকল পরীক্ষা স্থগিত করা হয়।

বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক – উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড- ঢাকা, চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার’র প্রেরিত পত্র নং – আশিবো/ প্রশা/২০১০/৫০ অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও উপজেলা পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি রুলী বিশ্বাস এসএসসি ও সমমানের পরীক্ষা-২২’ স্থগিতের বিষয়টি যোগাযোগ মাধ্যমে সকলকে অবগত করিয়েছেন। তিনি আরো জানান, স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

প্রসঙ্গত, আগামী ১৯ জুন অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষা-২২ ‘ কলারোয়া উপজেলার সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল, কলারোয়া গার্লস পাইলট হাই স্কুল, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, খোর্দ্দ বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সহ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ কেন্দ্র ও দাখিল পরীক্ষা বঙ্গবন্ধু মহিলা কলেজ কেন্দ্রে কয়েক হাজার পরীক্ষার্থী অংশগ্রহন করার অনুমতি ছিলো বলে জানা যায়।

পরীক্ষা স্থগিত’র বিষয়টি সিংগা হাইস্কুলের মেধাবী পরীক্ষার্থী শিহাব উদ্দীন সহ কয়েক জন পরীক্ষার্থীর কাছে জানতে চাইলে তারা বলেন, পরীক্ষার জন্য সকল প্রস্তুতি নেয়া ছিলো কিন্তু সকল বিষয়ে পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় একটু অপ্রস্তুত হয়ে হতাশা প্রকাশ করেন। হঠাৎ প্রাকৃতিক দূর্যোগের কারনে পরীক্ষা স্থগিত হলেও, সকল পরীক্ষার্থীদের পড়াশুনার মধ্যে থেকে পরবর্তিতে সকল বিষয়ে ভাল পরীক্ষা দেয়ার ইচ্ছা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews