দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ন্যায় রবিবার(১২ জুন) সকাল ১১ টার দিকে কলারোয়া সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে সন্ত্রাসী হামলা, সরকারি সম্পত্তি ভাংচুর, ক্যাশ সেকশনের গুরুত্বপূর্ণ সরকারি দলিল ছিনতাই ও কলেজে কর্মরত কর্মকর্তাদের উপর হামলা ও অধ্যক্ষসহ বিভিন্ন কর্মকর্তাকে লাঞ্ছিত করার প্রতিবাদে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আয়োজনে দেশের সকল সরকারি কলেজে কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কলারোয়া সরকারি কলেজ ইউনিটের সভাপতি অধ্যক্ষ প্রফেসর এস এম আনোয়ারুজ্জামান ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সহ আন্যান্য শিক্ষকবৃন্দ। মানববন্ধনে বক্তরা বলেন, অবিলম্বে ওই ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।