সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সহধর্মিনী সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিসেস সালেহা ইসলাম শান্তির আশু রোগমুক্তি ও আরোগ্য কামনায় স্বাস্থ্যবিধি মেনে পারকুখরালি রাজবংশীপাড়া কালিমাতা মন্দিরে মন্দির কমিটি ও সাতক্ষীরার সর্বসন্তরের সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে বিশেষ প্রার্থনা সভায় আয়োজন করা হয়।
মন্দির কমিটির সদস্য রনজিত সরকারের সঞ্চালনায় ও কমিটির সাধারণ সম্পাদক দিলীপ মন্ডলের সভাপতিত্বে উক্ত প্রার্থনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ।
বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক মিরন রায়, সদস্য সচিব রনজিত ঘোষ, কমিটির উপদেষ্টা বিজয় সরকার। প্রার্থনা সভা শেষে উপস্থিত প্রায় দুই শতাধিক ভক্তদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়। মন্দিরের পুরোহিত শিক্ষক গুরুদাস রায়ের পৌরহিত্যে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়।