চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে দেবহাটার সরকারি বিবিএমপি হাইস্কুল ও দেবহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ ও হেপাটাইটিস-বি নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় সমাপনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন ও শিক্ষার্থীদের মাঝে উদ্বুদ্ধকরণ বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অনুজীব বিজ্ঞানী ড. সেঁজুতি সাহা।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ওবায়দুল্লাহ, ঢাকা শিশু হাসপাতালের এপিডেমিওলজিস্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কিংকর ঘোষ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ, দেবহাটার সরকারি বিবিএমপি হাইস্কুলের শিক্ষকবৃনৃদ, সিএইসআরএফ -এর ডা. রুবানা, ডা. মুনিরা, মনিমুল হাসান খান, সাকিউল কবির প্রমুখ।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অনুজীব বিজ্ঞানী ড. সমীর সাহা, ড. সিরাতুন নাহার ও ড. সেঁজুতি সাহার নেতৃত্বে সিএইসআরএফ সারা দেশে শিশু স্বাস্থ্য নিয়ে গবেষণা ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে যা ইতোমধ্যে আন্তজার্তিক পর্যায়ে বেশ সমাদৃত হয়েছে।