সেলিম হায়দার, তালা : পরিবারের আর্থিক স্বচ্ছলতার আশায় সিঙ্গাপুর পাড়ি জমাতে চেয়েছিলেন মেহেদী হাসান (২৫)। সিঙ্গাপুর যাওয়ার মাত্র দুদিন আগেই শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। মেহেদী হাসান জেঠুয়া গ্রামের সামাদ শেখের ছেলে। এলাকাবাসী লাভলুর রহমান জানান, সিঙ্গাপুর যাওয়ার জন্য রবিবার ঢাকায় যাওয়ার কথা ছিল মেহেদীর।
শনিবার সকালে তার বাড়িতে বিপজ্জনক বৈদ্যুতিক তার অপসারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান, মধ্যবিত্ত পরিবারের ছেলে মেহেদী হাসানের আগামী ১৩ সেপ্টেম্বর সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল। তার এই অকাল মৃত্যু দুঃখজনক। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।