মেহেদী হাসান শিমুল : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, আব্দুস সামাদ (৩) (৬০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
বুধবার দিবাগত রাত ০৩.২০ মিনিটের সময় সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় নিজ বাড়িতে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে, ২ কন্যা ও ১ পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার সকাল ১০টায় তার কর্মস্থল সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি ভবনে প্রয়াত আইনজীবী আব্দুস সামাদের মরদেহ নিয়ে আসা হয়। এসময় শেষবারের দেখার জন্য একনজর দেখতে আইনজীবী সমিতি ভবনে আসেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম আজম এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির সহ বিচারক ও আইনজীবী সমিতির সদস্য বৃন্দ।
পরে জেলা কালেক্টর অফিসের সামনে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পারিবারিক সূত্র জানায়, বাদ জোহর তার জানাযা নামাজ তার গ্রামের বাড়ি দেবহাটা উপজেলার নোয়াপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়।