মাহমুদুল হাসান শাওন, দেবহাটা : সিমরা অ্যাগ্রো’র দেবহাটা ফ্যাক্টরী পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির ও পুলিশ সুপার মনিরুজ্জামান জাহিদ। বুধবার দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার একসাথে এ কারখানাটি পরিদর্শন করেন। এসময় সিমরা অ্যাগ্রো’র পরিচালক তাহেরুল ইসলাম তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
তারপর ডিজিটাল মাধ্যমে প্রেজেন্টেশন উপভোগ শেষে সিমরার ফুড প্রসেসিং, প্যাকেজিং ও এক্সপোর্টিং এলাকা ঘুরে ঘুরে দেখেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পরবর্তীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে মধ্যহ্নভোজে অংশ নেন শতাধিক আমন্ত্রিত অতিথি।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক রেজা রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সহকারী পুলিশ সুপার আমিনুর রহমান, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ, সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী সহ জেলা প্রশাসন, জেলা পুলিশ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।