হাফিজুর রহমান শিমুল : সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাতক্ষীরা জেলা শাখার সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুলাই) বিকাল ৪ টায় জেলা সদরে জেলা কমিটির সভাপতি সুভাষ চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক হেদায়েতুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের ও সুজনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু।
বক্তব্য রাখেন সুজন এর জেলা কমিটির সহ সভাপতি পবিত্র মোহন দাশ, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ এবিএম সেলিম, প্রফেসর আবু নসর, ডাঃ এস এম মহিদার রহমান, সেকান্দার আবু জাফর সিদ্দিকী, এ্যাডঃ সেলিনা আকতার শেলী, এম হাফিজুর রহমান শিমুল, শাকিবুর রহমান বাবলা, আশরাফুর রহমান, ও রোকনুজ্জামান প্রমুখ। জেলা কমিটির সভায় উপজেলা কমিটি গঠন, সুজন এর সদস্য অন্তর্ভুক্ত করাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।