২৭ সেপ্টেম্বর ২০২১ সোমবার সকাল ১১টায় উন্নয়ন সংগঠন স্বদেশ ও শারী’র সহযোগীতায় সুনাম সাতক্ষীরা সদর উপজেলা কমিটির সদস্যদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সুনাম কমিটির চলমান কর্যক্রম, করোনা কালিন সময়ে গৃহিত পদক্ষেপ এবং মানবাধিকার সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যত করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত সাতক্ষীরার সার্বিক মানবাধিকার চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন এবং সুনামের যুব সুরক্ষকদের আরও সমন্বিত ভাবে কাজ করার আহবান জানান। এ সময় সুনাম জেলা কমিটির সদস্য সুনাম উপজেলা কমিটির সভাপতি দেবজ্যোতি ঘোষ, তহমিনা ইসলামসহ উপস্থিত সদস্যরা বক্তব্য রাখেন।
বক্তারা সম্প্রতি সাতক্ষীরা জেলায় শিশু বিবাহ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং শিশু বিবাহ প্রতিরোধে প্রশাসনকে প্রয়োজনীয় তথ্য প্রদান ও সহায়তার কথা ব্যক্ত করেন।
সম্প্রতি দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে টিকেট গ্রামের শান্তিরঞ্জন দাশ এর কণ্যা ১০ম শ্রেণীর ছাত্রী পুর্ণিমা দাশকে নির্মম ভাবে হত্যার ঘটনার নিন্দা জানানো হয়এবং আসামীর দৃষ্টান্তমুলক শাস্তিসহ ভিকটিম পরিবারের নিরাপত্তা দাবি করা হয়। (প্রেসবিজ্ঞপ্তি)