৩০ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতি বার বিকাল ৪ টায় উন্নয়ন সংগঠন স্বদেশ সাতক্ষীরা এর নিজস্ব কার্যালয়ে স্বদেশ ও শারী’র সহযোগীতায় সুরক্ষা-নাগরিক অধিকার ও মর্যাদ-সুনাম সাতক্ষীরা জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সুনাম কমিটির সভাপতি এডঃ সোমনাথ ব্যানার্জী। মাধব চন্দ্র দত্ত এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ¦ল, শরিফুল্লা কায়সার সুমন, ফরিদা আকতার বিউটি, নাগরিক নেতা ওবায়দেস সুলতান বাবলু, কুমুদ রঞ্জনগাইন, দেবজ্যোতি ঘোষ, শারী প্রতিনিধি শিবানী গাইন ও বিনয় কৃষœ রানা প্রমুখ।
সভায় সাতক্ষীরা জেলায় আসন্ন দুর্গাপূজা কালিন আইন শৃঙ্খলা সুরক্ষা, করোনা সতর্কতা এবং শিশু বিবাহ, নারীর প্রতি সহিংসতা সহ উপকুলের মানুষের মানবেতর অবস্থা থেকে উত্তোরনের উপায়সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সদর উপজেলার ১৩ টি ইউনিয়নে আসন্ন দূর্গাপূজা ও নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হওয়ায় সকল স্তরে জনগনের নিরাপত্তা নিশ্চিত বিধানে প্রশাসনের দৃষ্টি কামনা করা হয়। প্রেসবিজ্ঞপ্তি