স্টাফ রিপোর্টার : করোনার প্রভাবে ঝুঁকিপূর্ণ, ক্ষতিগ্রস্থ, দরিদ্র অসহায় পরিবারের মাঝে সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বিকাল ৫ টায় সুন্দরবন টেক্সটাইল মিল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশনের নেতৃবৃন্দ তালতলা, মাগুরা ও কৈখালি গ্রামে বাড়িতে বাড়িতে যেয়ে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন।
এসময় ৭০ পরিবারের মাঝে সেমাই, চিনি, নুডুস, বাদাম ও কিচমিচ বিতরণ করা হয়। অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক মাহমুদুল হাসান শিপলু, মনিরুল ইসলাম মুন্না, আরিফুজ্জামান শান্ত, আজিজুর রহমান, আশরাফুল ইসলাম পলাশ, মেহেদী হাসান, আনাস ইবনে কামাল প্রমুখ।
প্রাক্তন ছাত্র মনিরুল ইসলাম মুন্না জানান, করোনার প্রভাবে ঝুঁকিপূর্ণ, ক্ষতিগ্রস্থ, দরিদ্র অসহায় পরিবারের পাশে সুন্দরবন টেক্সটাইল মিল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশনের নেতৃবৃন্দ খাদ্য সামগ্রী নিয়ে যে ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তাদের এই কার্যক্রম অব্যহত থাকবে।