সোমবার বিকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাতক্ষীরা প্রেসক্লাব চত্তরে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস উপলক্ষে বাংলাদেশের ফুসফুস সুন্দরবন রক্ষার দাবিতে মানববন্ধ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ। প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি মুহা: মুবাশশীরুল ইসলাম তকী। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী ও সাংগাঠনিক সম্পাদক মো: ফজর আলী।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার মো: হেলাল উদ্দীন, আহমাদ হোসাইন, মো: মেসবাহ উদ্দীন, মো: আমানুল্লাহ, মো: সুলাইমান হোসেন সুমন, তানভীর হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মো: মাকসুদুর রহমান। (প্রেসবিজ্ঞপ্তি)