পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : বাংলাদেশ সুপ্রিমকোট বার এ্যাসোসিয়েশন নির্বাচনে নব নির্বাচিত সহ সভাপতি তালা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড মোহাম্মদ হোসেনকে পাটকেলঘাটায় নাগরিক সংবর্ধনা ও স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সন্ধ্যায় পাটকেলঘাটায় মোহাম্মদ হোসেনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দিপক ঘোষের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি সরদার কাজেম আলী, সাতক্ষীরা জেলা কৃষকলীগের সহ সভাপতি সম আতিয়ার রহমান, তালা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সাধু, তালা উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক শফিউল আলম ডানলপ
মৎস্যজীবিলীগ নেতা শেখ আব্দুর রহমান, খলিষখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মাষ্টার বিধান চন্দ্র, কুমিরা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হাফিজুর রহমান,,ছাত্রলীগ নেতা সবুজ, জয়নগর ইউনিয়ন যুবলীগ নেতা হাসান আলী,উত্তম কুমার মজুমদার প্রমুখ।
সংবর্ধনার জবাবে এ্যাডভোকেট মোহাম্মদ হোসেন বলেন আপনাদের ভালোবাসায় আমি সিক্ত।আপনাদের সকলের দোয়া ছিল বলে আজ আমি সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছি। আপনার দোয়া করবেন যেন আমি আগামীতে আপনাদের যে স্বপ্ন তা যেন পুরন করতে পারি। সাথে সাথে সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।