হাফিজুর রহমান শিমুল : উন্নয়ন সংস্থা সুশীলন এর সঞ্চয় ও ঋনদান কর্মসূচীর আওতায় মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে দলীয় সদস্যদের মাঝে ৬৬ জনকে মোট ৪৬ লক্ষ ২০ হাজার টাকার গৃহায়ন ঋণ বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টায় সুশীলন কালিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্বে ও এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সুশীলনের ক্যাশিয়ার কৃষ্ণা কর্মকার, প্রকল্প ম্যানেজার মহাসীন আলী প্রমুখ।
অনুষ্ঠানের মাধ্যমে সঞ্চয় ও ঋনদান কর্মসূচীর আওতায় কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ব্রাঞ্চের হতদরিদ্র ২৩ জন সদস্যকে মোট ১৬ লক্ষ ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এমনিভাবে কালিগঞ্জ উপজেলা এলাকায় আরও ৫৩ জন সুফলভোগী গৃহঋনের টাকা পাবেন।
অপরদিকে, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাতে বৃহস্পতিবার বিকাল ৩ টায় ৪৩ জনকে ৩০ লক্ষ ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে। সুশীলনের উপ পরিচালক জানান, সুশীলনের মাধ্যমে মুজিববর্ষে ২শ ৫০ জনকে ৩ কোটি ২৫ লক্ষ টাকা বিতরণ করা হবে।