স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিল মাধ্যমিক বিদ্যালয়ের এক্স স্টুডেন্টস এসোসিয়েশন (এসটিএমএসএস) এর উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

সুন্দরবন টেক্সটাইল মিল মাধ্যমিক বিদ্যালয়ের এক্স স্টুডেন্টস এসোসিয়েশন (এসটিএমএসএস) এর আহবায়ক মাহমুদুল হাসান শিপলু’র নেতৃত্বে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সুন্দরবন টেক্সটাইল মিল জামে মসজিদে এবং টেক্সটাইল মিলে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের মাঝে এবং মিলগেট সংলগ্ন বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে এসব মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন সুন্দরবন টেক্সটাইল মিল মাধ্যমিক বিদ্যালয়ের এক্স স্টুডেন্টস এসোসিয়েশন (এসটিএমএসএস) এর সদস্য মনিরুল ইসলাম মুন্না, মেহেদী হাসান, আশরাফুল ইসলাম পলাশ, আজিজ, আনাচ ইবনে কামাল প্রমুখ।

সংগঠনের আহবায়ক মাহমুদুল হাসান শিপলু বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা এসটিএমএসএস এর পক্ষ থেকে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করছি। করোনার প্রাদুর্ভাবে আমরা কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতণের কর্মসূচি গ্রহণ করেছি। কর্মহীন অসহায় মানুষের পাশে থাকবো এবং আমাদের প্রচেষ্টা অব্যহত থাকবে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *