দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সফল সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মিয়া(৮০) ইন্তেকাল করেছেন(ইন্না..রাজেউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্য জনিত রোগসহ দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বেলা ১ টার দিকে তার পুত্র বাবলুর রহমানের ঝাঁউডাঙ্গাস্থ বাড়িতে শয্যাশায়ী অবস্থায় আ’লীগের নিবেদিত প্রান নির্ভিক সৈনিক ও সোনাবাড়িয়া হাইস্কুলের একাধিক বার নির্বাচিত সভাপতি, ভাদিয়ালী জামে মসজিদের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রাজ্জাক মিয়া মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ পুত্র, ৫ কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেনে।
বুধবার(৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মরহুমের নিজ বাড়ী ভাদিয়ালীতে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে বলে জানা যায়। আ’লীগ নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব আব্দুর রাজ্জাকের মৃত্যু সংবাদটি ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ দিকে, সামাজিক মাধ্যমসহ স্ব-শরীরে উপস্থিত হয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, আ’লীগ কার্য নির্বাহী সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, অস্ট্রেলিয়ান প্রবাসী আ’লীগ নেতা সাবেক
ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন লাল্টু, উপজেলা অ’লীগ সহ সভাপতি
ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, সাধারন সম্পাদক আলিমুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান প্রার্থী বেনজির হোসেন হেলাল, উপজেলা মহিলা আ’লীগ সভানেত্রী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমীন রত্না,
সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম, কপাই সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, সোনাবড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান বদরু, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, আ’লীগ নেতা সাংবাদিক আব্দুর রহমান, আ’লীগ নেতা আব্দুস সালামসহ আ’লীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।