নিজস্ব প্রতিনিধি : শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থা, সাতক্ষীরার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। স্টাটিকস সাতক্ষীরার সভাপতি ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে এ সভায় আগামী ১৭ জুলাই ২০২৪ বুধবার সকাল দশটায় সদর উপজেলার ৫০ টি মাধ্যমিক ও সমমান শিক্ষা প্রতিষ্ঠানের অস্বচ্ছল পরিবারের ১০০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ দেওয়ার বিষয়ে যাবতীয় কার্যক্রম প্রস্তুত করার জন্য বিভিন্ন উপকমিটি করা হয়।
সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, শেখ সিদ্দিকুর রহমান, সৈয়দ রেজওয়ান আলি, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, শফিকুল ইসলাম, মীর তাজুল ইসলাম রিপন, রোটা. নুরুল হক, সাকিবুর রহমান বাবলা, আমিরুল ইসলাম, মোস্তফা আল মারুফ প্রমুখ।