মহামারী করোনা প্রতিরোধে ইউএনডিপি-এইচআরপি’র সহযোগিতায় মানবাধিকার সংগঠন স্বদেশ’র উদ্যোগে কমিউনিটি পর্যায়ে মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার ৮ মার্চ ২০২১ তারিখে সকাল ১০টায় শহরের কাটিয়া আমতলা মোড়ে স্বদেশ’র প্রধান কার্যালয়ে মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, পদ্ম লোককেন্দ্রের সভানেত্রী জ্যোন্সা দত্ত, স্বদেশ’র পরামর্শক আসিফ ইকবাল, স্বদেশ’র প্রোগ্রাম অফিসার ফারুক রহমান, প্রোগ্রাম অফিসার আজহার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
এ সময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদের মাঝে বিতরণের জন্য প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরার হাতে একশত মাস্ক তুলে দেন স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। কমিউনিটি পর্যায়ে দেড় শতাধিক নারী পুরুষের মাঝে অনুষ্ঠানে মাস্ক বিতরণ করা হয়।(প্রেস বিজ্ঞপ্তি)