স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের আয়োজনে বুধবার ২ মার্চ বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মহান স্বধীনতার ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রমুখ।