খন্দকার আনিসুর রহমান : দীর্ঘ দিন ধরে আলোচনায় থাকা ভোমরা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্টস্ এ্যাসোসিয়েশন (ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশন) এর বহু প্রতিক্ষিত নির্বাচন আগামী ১১ জানুয়ারি। এবার নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের দীর্ঘ দিনের আশার প্রতিফলন হতে চলেছে। কতিথ একটি কমিটিকে হটিয়ে বর্তমানে ভোমরা স্থল বন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশন এর আহবায়ক কমিটি দায়িত্ব পালন করছেন।
বর্তমান আহবায়ক কমিটির আহবায়ক সাবেক তুখোড় ছাত্রলীগ নেতা ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়কসম্পাদক শেখ এজাজ আহম্মেদ স্বপনসহ বর্তমান কমিটির নেতৃবৃন্দ নির্বাচনের ক্ষেত্রে অনড়। ব্যবসায়ীরাও চাচ্ছেন নির্বাচন। নির্বাচনের তফসিলও ঘোষনা করেছেন নির্বাচন কমিশন।
ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন ব্যবসায়ী ও আ’লীগ নেতা আলহাজ্ব এইচ এম আরাফাত, সদস্য মো: আশরাফুজ্জামান ও ওয়ালী উল্লাহ।
এবার নির্বাচনে খসড়া ভোটার তালিকায় স্থান পেয়েছে ১২০ জন ব্যবসায়ী তবে ভোটার সংখ্যা বাড়তে পারে। ঘোষিত তফসিল অনুযায়ী ২৬ ডিসেম্বর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন।
নির্বাচনে কমপক্ষে ৩ টি প্যানেল ঘোষনা হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীদের মধ্যে গুঞ্জন চলছে সকল প্রকৃত ব্যবসায়ীদের সমন্বয়ে ভোমরা স্থল বন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশন এর আহবায়ক সফল ব্যবসায়ী শেখ এজাজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে একটি বৃহৎ প্যানেল ঘোষনা হতে চলেছে। এবার ব্যবসায়ীরাও আস্থা রাখছে সাবেক তুখোড় ছাত্রলীগ নেতা শেখ এজাজ আহম্মেদ স্বপনের উপর।
একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, এজাজ আহম্মেদ স্বপনকে সাথে নিয়ে ভোমরাকে এগিয়ে নিতে চান তারা। লোভ লালসার উর্দ্ধে থেকে এজাজ আহম্মেদ স্বপন ভোমরাকে প্রতিষ্ঠিত করার জন্য ছুটে চলেছে। তাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে ও অর্থের লোভও দেখিয়ে তাকে দাবিয়ে রাখতে পারেনি প্রতিপক্ষ সিন্ডিকেট। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এবার ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশন এর যোগ্য সভাপতি প্রার্থী হিসাবে শেখ এজাজ আহম্মেদ কে বেছে নিচ্ছেন।
ব্যবসায়ীরা আরো জানান, শেখ এজাজ আহম্মেদ স্বপন এর সকল সেক্টরে যোগাযোগ আছে। তিনি ইতিমধ্যেই নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদসহ সংশ্লিস্ট অনেক গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করেছেন ভোমরা কে এগিয়ে নিতে। স্বপনের হাতেই ভোমরার উন্নয়ন হবে ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা হবে এমনই প্রত্যাশা প্রকৃত ব্যবসায়ীদের। তাদের দাবী আর যেন কোন সিন্ডিকেট তৈরি না হয় ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনে বর্তমান কমিটির আহবায়ক শেখ এজাজ আহম্মেদ স্বপন বলেন, ব্যবসায়ীরা যদি আমাকে চাই তাহলে আমি নির্বাচন করবো।
নির্বাচন কমিশনার আ’লীগ নেতা আলহাজ্ব এইচ এম আরাফাত জানান, আগামী ১১ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষে কমিশন কাজ করছে।