সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির সাথে বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের আঞ্চলিক সম্পাদক ও পরিচালক মো. আবুল খায়ের এর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর সকালে খুলনা অঞ্চলের সম্পাদক ও পরিচালক আবুল খায়ের সাতক্ষীরায় আগমন করলে স্বপ্নসিঁড়ির পক্ষ থেকে স্বাগত জানানো হয়।

পরে তার হাতে স্বপ্নসিঁড়ির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার (ট্রেনিং) মনোয়ার আহমেদ, স্বপ্নসিঁড়ির সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, সদস্য অতনু বোস, উত্তম কুমার বিশ্বাস প্রমুখ। এ সময় খুলনা অঞ্চলের সম্পাদক স্বপ্নসিঁড়ির কার্যক্রমে সন্তোস প্রকার করে আরো সমৃদ্ধি কামনা করেন। প্রেসবিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *