পটিয়া(চট্টগ্রাম), ৩ পৌষ (১৮ ডিসেম্বর) : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে পটিয়া উপজেলা প্রশাসন এবং তথ্য অফিসের উদ্যোগে আজ উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম শামসুজ্জামান চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পটিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম। এতে স্বাগত বক্তব্য দেন সহকারী তথ্য অফিসার দীপক চন্দ্র দাস।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্ততী, মহাবিজয়ের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, মধ্যম আয়ের বাংলাদেশের স্বপ্নসিঁড়ির পদার্পন – সব মিলিয়ে এবারের বিজয় দিবসের প্রেক্ষাপট অনন্য বৈশিষ্টে্র এবং মর্যাদার ।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ, স্বাধীনতাকে মানুষের জন্য অর্থবহ করে তোলা এবং প্রধানমন্ত্রী ঘোষিত উন্নত সমৃদ্ধ মর্যাদাশীল বাংলাদেশ গড়ার ইস্পাত-দৃঢ় প্রত্যয় হোক সুবর্ণজয়ন্তীর মূলমন্ত্র ।
অনুষ্ঠানে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং নানা শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
শেষে তথ্য অফিসের উদ্যোগে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *