স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সাবেক ছাত্রনেতা, জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য মোঃ সালাউদ্দিন আল- আজাদ এর অকাল মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমরা রাজনৈতিক সহযোদ্ধারা ব্যানারে এবং পৌর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় শুক্রবার সন্ধায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের অস্থায়ী কার্যালয়ে সাবেক ছাত্রনেতা, জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য মোঃ সালাউদ্দিন আল-আজাদ এর শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, পৌর সাংগঠনিক সম্পাদক কাজী ইকবাল হাসান, কাজী বেলাল হোসেন, মইনুল হাসান, কর্নেল বাবু, নাসিমুর রহমান, নাসির রহমত উল্লাহ, সোহেল, নুরে আলম মুকুল, মনোয়ার হোসেন। দোয়া পরিচালনা করেন সুলতানপুর মৎস্য বাজার সমিতি মসজিদের ইমাম হাফেজ মোস্তাফিজুর রহমান।