খুলনা, ১৫ কার্তিক (৩১ অক্টোবর): ‘পথ যেন হয় শান্তির-মৃত্যুর নয়’ এই প্রতিপাদ্য নিয়ে নিরাপদ সড়ক চাই জেলা শাখার আয়োজনে এক সুধী সমাবেশ আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমাবেশে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় উপাচার্য বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এ আন্দোলনের মাধ্যমে সরকারকে নিরাপদ সড়ক প্রতিষ্ঠা সংক্রান্ত পরামর্শ দেওয়ার উদ্যোগ নিতে হবে। নতুন পরিস্থিতিতে বাংলাদেশে সড়ককে নিরাপদ করার যে কোন উদ্যোগের সাথে থাকবে খুলনা বিশ্ববিদ্যালয়।
সমাবেশে প্রধান বক্তা নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, নতুন বাংলাদেশকে নতুনভাবে সাজানোর জন্য নিরাপদ সড়ক গড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে।
শুধু সচেতনতাই যথেষ্ট নয়, আইনের কঠোর প্রয়োগ আমাদের সড়কগুলোকে নিরাপদ করতে সাহায্য করবে। আগামীতে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে রোড সেইফটি ইউনিট গঠন করার উদ্যোগ নেওয়া যেতে পারে। এছাড়াও যে সকল প্রতিষ্ঠানে অধিকসংখ্যক কর্মী রয়েছে সে প্রতিষ্ঠানগুলোর কর্তাব্যক্তিদের তাদের কর্মীদের সড়ক নিরাপত্তা নিশ্চিত করার সম্ভাব্য সকল উদ্যোগ বিবেচনায় নিতে হবে।
এসময় নিরাপদ সড়কের আন্দোলনকে এগিয়ে নিতে আগামী প্রজন্মের প্রতি আহবান জানান ইলিয়াস কাঞ্চন।
সমাবেশে নিরাপদ সড়কের এসএম আজাদ হোসেন, অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু, নিরাপদ সড়ক চাই খুলনা জেলার সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শিরিনা পারভিনসহ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা বক্তৃতা করেন। সূত্র-পিআইডি খুলনা