দেবহাটা প্রতিনিধি : দেবহাটার হাদীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার হাদীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হয়।
হাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রেজানুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী।
উপস্থিত ছিলেন হাদীপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, হাদীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহমিনা খাতুন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ছবিলর রহমান, জাতীয় পার্টির আনিছুর রহমান বকুল, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক শেখ হাফিজুল ইসলাম প্রমূখ।