স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ডের টাবরাডাঙ্গী এলাকার মোঃ খলিলুর রহমানের অসুস্থ্যতার কারণে হিলফুল সামাজিক উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১৫ জানুয়ারি) সন্ধায় হিলফুল সামাজিক উন্নয়ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চেক গ্রহন করেন অসুস্থ্য খলিলুর রহমানের ছেলে হাফিজুল ইসলাম ও সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ রবিউল ইসলাম, সভাপতি মনিরুল ইসলাম, সহ-সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বাবু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক কামরুজ্জামান, সমাজ কল্যাণ সম্পাদক আজিজুর রহমান বাচ্চু প্রমুখ।