নিজস্ব প্রতিনিধি : “৬৮হজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে- এরশাদ শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রনায়ক হুসেইন মুহম্মদ এরশাদ-এর ২য় মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা জাতীয় পার্টির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১ টায় কাটিয়া টাউন বাজারস্থ জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ হাজার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আনোয়ার জাহিদ তপন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব সংহতি সাবেক সভাপতি শেখ সাখায়াতুল করিম পিটুল, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পী, সাধারণ সম্পাদক মো. আবু তাহের, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা ছাত্রসমাজের সভাপতি কায়ছারুজ্জামান হিমেল, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক কাজী আমিনুল হক ফিরোজ, সদস্য সচিব কমল বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক পার্টির তৌহিদুল ইসলাম মুন , জেলা জাতীয় পার্টির সদস্য আব্দুল গাফফার, ইমামুল ইসলাম দাদু , জাতীয় ওলামা পার্টির আহবায়ক ইব্রাহিম হোসেন , কৃষক পার্টির আবদুল খালেক, আব্দুর রাজ্জাক , আব্দুল খালেক, পাভেল, দীপ্ত, রাকা, শরিফুল প্রমুখ।

আলোচনা সভা শেষে হতদরিদ্র দুঃস্থ্য মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আনোয়ার জাহিদ তপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *