জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ৪৮ ব্যাচের সরকার ও রাজনীতি বিভাগের ছাত্র মেহেদী হাসান গতকাল সকাল ছয়টায় ঝিকরগাছার বাড়ি থেকে যশোর সদর হাসপাতালে নেয়ার পথে হ্রদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন (ইন্না——রাজেউন)। মেহেদী ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের আবু শামের ছেলে।
এদিকে মেধাবী ছাত্র মেহেদীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর রুহের মাগফেরাত কামনা করেছেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, সাবেক উপাচার্য অধ্যাপক শরিফ এনামুল কবির, সিনেট সদস্য খুলনা রেঞ্জ ডিআইজি ডঃ খন্দকার মহিত উদ্দিন, যশোর জেলা জাবি এলামনাই এসোসিয়েশনের সভাপতি আলী সাজ্জাদ মাসুম, সহ সভাপতি ডঃ আহসান হাবীব, কোষাধ্যক্ষ সেলিম রেজা বাদশা, সাধারণ সম্পাদক মোঃ আবু তোহা, যশোর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম আবু বকর শিবলী। বার্তা প্রেরকঃ নাসির উদ্দীন, সহ সাধারণ সম্পাদক, জাবি এলামনাই যশোর। (প্রেস বিজ্ঞপ্তি)