স্টাফ রিপোর্টার : কলারোয়ার হেলাতলা মাঝেরপাড়া বাঁশের কেল্লা জামে মসজিদের আয়োজনে ১ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধা থেকে হেলাতলা মাঝেরপাড়া বাঁশের কেল্লা জামে মসজিদ সংলগ্ন মাঠে উক্ত তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র কোরআন থেকে তাফসীর পেশ করেন মাও. মোস্তফা হুসাইন যুক্তিবাদী সদস্য কুরআন রিসার্চ ফাউন্ডেশন ঢাকা।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেন। দ্বিতীয় বক্তা হিসেবে তাফসীর পেশ করেন হাফেজ ফরহাদ খন্দকার (কলারোয়া)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল আলিম, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম, জিয়াউর রহমান (জিয়া)।