1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
October 18, 2021, 2:09 am
Title :
ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইমাদুল হোসেনের মনোনয়নপত্র জমা ইউপি নির্বাচন: শেষ দিনে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিলেন চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীরা কলারোয়ায় ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নে নারীদের দর্জি প্রশিক্ষণ কর্মশালা দেবহাটায় মুক্তিযোদ্ধা খতিব উদ্দীনকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন দেবহাটায় ওয়ারেন্টভুক্ত আসামী ও কপোত কপোতিসহ গ্রেফতার-৬ কালিগঞ্জে কৃষ্ণনগর ইউপি নির্বাচনে লাঙ্গল প্রতীক পেলেন সাফিয়া সাতক্ষীরাতে সকল প্রকার উসকানি, সাম্প্রদায়ীকতা ও ধর্মীয় আঘাতের প্রতিবাদে সংক্ষুব্ধ নাগরিক সমাজের মানববন্ধন ও প্রতিবাদ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে প্রতিযোগিতা আগামীকাল শেখ রাসেল দিবস নৌকা বিজয়ের লক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান অছলের নির্বাচনী পথসভা

১০৮টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপ সমূহে জিআর চাউল বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

  • আপডেট সময় Sunday, October 10, 2021

মাহফিজুল ইসলাম আককাজ : শারদীয় দুর্গাপূজা ২০২১ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন হতে সদর উপজেলার জন্য বরাদ্দকৃত জিআর চাউল পূজামন্ডপ সমূহে বিতরণ করা হয়েছে। রবিবার (১০ অক্টোবর) সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশের সব ধর্মের মানুষ উৎসবমূখর পরিবেশে তাদের স্ব-স্ব ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারে। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে গেছে। আজ বহি-বিশ^ আমাদের বাংলাদেশকে নিয়ে ভাবে। কিভাবে আমাদের দেশ এত উন্নত হল। বাংলাদেশের অর্থনীতি খুবই ভাল। নিজস্ব অর্থায়ণে আমরা পদ্মাসেতু করছি।

কর্ণফুলি নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল তৈরী হয়েছে। বিদ্যুৎ দেশের প্রয়োজনেরও বেশি উৎপাদিত হচ্ছে। উন্নয়ন মানেই বাংলাদেশ আওয়ামীলীগ। আপনারা প্রাণ খুলে আপনাদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা পালন করবেন।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সদর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার শীল প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রামপদ দাশ, কাটিয়া পূজা মন্দিরের সভাপতি গৌর দত্ত, পলাশপোল সার্বজনীন পূজা মন্দির এর সমীর কুমার বসু, অসীম কুমার সোনা, মহাদেব সরকার প্রমুখ। এসময় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ১০৮ টি পূজা মন্দিরে ৫০০ কেজি করে মোট ৫৪ মেট্রিক টন জিআর চাল বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যক্ষ শিবপদ গাইন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews