দেশীয় সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর নির্বাচিত ১১ শীর্ষ নেতার ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার প্রতিবাদে ও হিসাব বিবরণী জনসম্মুখে প্রকাশের দাবিতে সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের আয়োজনে আগামী বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নিউ মার্কেট মোড়স্থ শহীদ স. ম. আলাউদ্দিন চত্ত্বরে এক বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মসূচিতে সংগঠনের সকল পর্যায়ের সদস্যদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ জানিয়েছেন সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. মুনসুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন (বাবু) । (প্রেস বিজ্ঞপ্তি)