শেখ আরিফুল ইসলাম আশা : ১৩ দিন পেরিয়ে গেলেও নাম পরিচয় মেলেনি সাতক্ষীরা বৈকারী সীমান্ত থেকে উদ্ধার হওয়া মৃত যুবকের। গত ১৫ জুন সাতক্ষীরার কালিয়ানি-বালিয়ারঘাট খাল থেকে অজ্ঞাতপরিচয় ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক স্বপন মন্ডল জানান, গত ১৫ জুন সীমান্তবর্তী বৈকারী এলাকার কালিয়ানি-বালিয়ারঘাট খালে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। তাদের দেওয়া তথ্যে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

১৩ দিনেও ওই যুবকের নাম পরিচয় না জানা যায়নি। যদি কেউ এই যুবকের নাম পরিচয় জানে বা স্বজনদের সন্ধান দিতে পারে তাহলে সাতক্ষীরা সদর থানায় অথবা ০১৩২০১৪২১৮৪, ০১৭২৫০৩৬৮০৭ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য আহবান করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *